পূর্ব সিরিয়ায় সমস্ত স্কুল বন্ধ করল সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল

আর্ন্তজাতিক ডেস্ক:-সিরিয়ার পূর্বাঞ্চলের সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। এতে ওই এলাকার শিক্ষার্থীরা লেখা পড়ার সুযোগ থেকে আপাতত বঞ্চিত হচ্ছে।
সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে সন্ত্রাসীরা তাদের নিয়ন্ত্রণ জোরদার করেছে। গত গ্রীষ্মে এ প্রদেশটি আইএসআইএল’র পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায়। তবে, প্রাদেশিক রাজধানীর উপকণ্ঠে সিরিয়ার সেনাবাহিনীর হাতে রয়েছেএকটি সামরিক বিমানঘাঁটি। এছাড়া, শহরের ভেতরে বেশ কিছু ছোট এলাকাও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত বুধবার আইএসআইএল’র সন্ত্রাসীরা স্কুল প্রশাসনের সঙ্গে বৈঠক করে স্কুল বন্ধ করে দেয়। এই সন্ত্রাসীরা স্কুল শিক্ষকদেরকে তাদের ভাষায় ধর্ম শিক্ষার জন্য এক মাসের কোর্স করতে পাঠিয়েছে।খবর:রেডিও তেহরান, এ সময়ের মধ্যে তারা শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যক্রম তৈরি করবে।

Exit mobile version