অনলাইন ডেস্কঃ– পৃথিবীতে এমন কিছু আজব রীতি –নীতি রয়েছে যার কোনো কুল কিনারা করা সম্ভব না। তারপরও এসব আজব রীতি নীতি দেশে দেশে সমাজে, গোত্রে চালু রয়েছে।যেমনটা রয়েছে হংকং এ। সেখানে স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারবে। তবে শর্ত একটাই, খুন করতে হবে খালি হাতে। আবার জাপানে । ওই দেশে কোনো মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না।থাইল্যান্ডে ৩০ বছরের বেশি বয়সি অবিবাহিত নারী দেশের সম্পত্তি হিসেবে গণ্য হবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নতুন দেশ সামোয়াতে নিজের বৌয়ের জন্মদিন ভুলে যাওয়াটাই বে-আইনী।আবার দেথুন নাম রাখা নিয়ে রয়েছে নিষেধজ্ঞা। ফ্রান্সে শুকরের নাম নেপোলিয়ান রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চলে নিজস্ব আইন, রীতি পদ্ধতিতে। এক রাজ্যের আইন অন্য রাজ্যে মানার প্রয়োজন নেই। আর নিজস্ব আইন থাকায় কেন্দ্রের আইনও তোয়াক্কা করে না লোকে।আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে রোববারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়৷ আরাকানসায় মাসে দুইবার বউ পেটালেই দণ্ড। তবে একবার বৌ পেটালে আইনে আটকাবে না। নেভাদায় বৌ পেটানো ধরা পড়লে আইন অনুসারে তাকে আধ ঘণ্টা বেঁধে রাখা হবে। তার বুকে ‘বউ পিটিয়ে’ লেখা পোস্টার লাগিয়ে দেয়া হবে।আরিজোনায় সাবান চুরি করে ধরা পড়লে তার শাস্তি ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়। সূত্র-ইন্টারনেট