পোলিওমুক্ত দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ পেয়েছে বাংলাদেশ

জি নিউজ ডেস্কঃ- পোলিওমুক্ত দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সনদ গ্রহণ করেছে বাংলাদেশ। ভারতের মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ শনিবার মহারাষ্ট্র রাজ্য সরকারের গভর্নর কে শংকরনারায়ণনের কাছ থেকে এ সনদ গ্রহণ করেন। রোববার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস এ কথা জানায়। মুম্বাই শহরে মহারাষ্ট্রের রাজভবনের দরবার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের গভর্নর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের হাতে ডব্লিউএইচওর সনদ তুলে দেন। মহারাষ্ট্র সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আদিত্য বিড়লা গ্রুপ ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর-রেডিও তেহরানের,বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ১০টি দেশের মধ্যে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়েছে এবং হু তা প্রত্যয়ন করেছে।

Exit mobile version