পার্শ্ববর্তী এলাকাগুলোতে পালিয়ে আসা অধিবাসীরা জানিয়েছেন, বোকো হারামের সন্ত্রাসীরা প্রথমে বোরনিও প্রদেশের উবা শহরটি দখল করে নেয় এবং তারপর মুবির বিরুদ্ধে অভিযান শুরু করে তারা। এ হামলায় অন্যান্য আগ্নেয়াস্ত্রের সঙ্গে আরপিজিও ব্যবহার করা হয়েছে।
বর্তমানের মুবি ভৌতিক শহরে পরিণত হয়েছে এবং অধিবাসীদের একজন আর এ শহরে নেই বলে কেউ কেউ জানিয়েছেন। মুবির থানাসহ অন্যান্য কমান্ড সেন্টার জ্বালিয়ে দেয়া হয়েছে এবং কারাগারে হামলা করে বন্দিদের মুক্তি দেয়া হয়েছে।
নাইজেরিয়ার সরকার উৎখাতের জন্য বোকো হারাম লড়াই করছে বলে এর আগে ঘোষণা করেছিল। এপ্রিল মাসের মাঝামাঝি ২১৯ জন স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল এ গোষ্ঠী। চলতি মাসে এ গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ বিরতির চুক্তি করেছিল নাইজেরিয়ার সরকার। এ চুক্তির মাধ্যমে অপহৃত স্কুল ছাত্রীদের মুক্তি দেয়ার কথা ছিল।খবর:রেডিও তেহরান, কিন্তু সর্বশেষ সংঘর্ষের মধ্য দিয়ে নাজুক এ যুদ্ধবিরতি চুক্তি সমস্যার মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।