প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও হুইল চেয়ার বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বেসরকারী সংগঠন কারিতাস আলোঘর প্রকল্পের উদ্যোগে ২০ জানুয়ারী সোমবার সকালে মরিয়মনগর কমিউনিটি সেন্টারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও হুইল চেয়ার বিতরন অনুষ্ঠিত হয়। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মিঃ দুলেন আরেং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়মনগর ধর্মপল্লীর সিস্টার লিওনি এসএমআরএ। আরোও যারা  উপস্থিত ছিলেন, যথাক্রমে প্রেসক্লাব ঝিনাইগাতীর আহবায়ক হারুন অর রশিদ দুদু, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশি, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের টেকনিক্যাল অফিসার প্রণয় কুমার ম্রং, ইউপি সদস্য আঃ রশিদ, হযরত আলী ও মকবুল হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থায় ছিলেন কারিতাস আলোঘর প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর উজ্জল কুমার চক্রবর্তী, এডুকেশন সুপারভাইজার শ্যামল হাদিমা, পবিত্র ম্রং। উক্ত অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে শীতবস্ত্র ও ৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে হুইল চেয়ার বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য ছোট্ট শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিচালনা করা হয়।

 

Exit mobile version