স্পোর্টস ডেস্ক :- মিরপুরে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৩২ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহীম, সাকিব আল-হাসান, ডেব্যুট্যান্ট শামসুর রহমান ও টেলএন্ডার সোহাগ গাজীর দৃঢ়তায় ২০০ পার করতে পেরেছে স্বাগতিকরা। এই চার ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশের আর কেউ দু’অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। সোমবার কুয়াশাভেজা সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। টাইগারদের পক্ষে নবাগত শামসুর রহমানকে নিয়ে ব্যাট করতে নামেন তামিম ইকবাল। কিন্তু মারমার-কাটকাট খেলা যার স্বভাব, সেই তামিম গুটিয়ে রইলেন শামসুর রহমানের একের পর এক বাউন্ডারি হাঁকানো দেখে, শামসুর রহমান ৩৪ বলে সাতটি চারের সাহায্যে ৩৩ রান করেন। তামিম ইকবাল গুটিয়ে থাকা সত্ত্বেও হঠাত করে এরাঙ্গার বলে ছয় মারতে গিয়ে বাউন্ডারিতে লাকমালের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান। তামিম সম্পূর্ণ তার স্বভাবের বিপরীতে খেলে ২৮ বলে মাত্র ছয় রান করেন। এর পরপরই মারশাল আইয়ুবকে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলেন প্রতিপক্ষের অধিনায়ক ম্যাথিউস। দলীয় ৪০ রানের মাথায় আইয়ুব এবং শামসুর আউট হয়ে গেলে দারুণ চাপে পড়ে বাংলাদেশ। এরপর ক্রিজে আসেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মমিনুল হক। এ দু’জনের জুটি দলকে অনেকদূরে নিয়ে যাবে বলে যখন সবাই আশাবাদী হয়ে উঠছিল তখনই নিজের উইকেটটি লঙ্কানদের উপহার দিয়ে দেন মমিনুল। কোনোরকম ফুটওয়ার্ক না করেই শর্ট স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ভিথানাগে’র হাতে ক্যাচ তুলে দেন তিনি। দলীয় ৫৯ রানের মাথায় চতুর্থ উইকেটের পতনের পর শক্তহাতে দলের হাল ধরেন বর্তমান ও সাবেক অধিনায়ক মুশফিক ও সাকিব। তারা দু’জনে দলকে নিয়ে যান ১৪৫ রান পর্যন্ত। ওই রানে ব্যক্তিগত ৫৫ রানে আউট হন সাকিব। দলের এরকম বিপর্যস্ত অবস্থার পরও বাংলাদেশি ব্যাটসম্যানরা শট খেলা বন্ধ করেননি। মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন ক্রিজে এসেই বোলারকে যাচাই না করেই চার মারেন। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি তার। সাত বল খেলে ওই চার রান নিয়েই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরাঙ্গাকে খোঁচা মারতে গিয়ে তাকে উইকেট কিপার চন্ডিমালের হাতে ধরা পড়তে হয় তাকে। ১৫০ রানে ছয় ছয়টি উইকেটের পতনের পর ক্রিজে আসেন সোহাগ গাজী। তিনি এবার চারের পাশাপাশি ছক্কাও হাঁকাতে থাকেন। অবশ্য সোহাগ অধিনায়কের সঙ্গে মিলে ৫৩ রানের জুটি গড়েন। মুশফিকুর রহীম যখন লাকমালের বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান দলের রান তখন ২০৩। মুশফিক অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না এবং ব্যাট প্রদর্শন করে বোঝাতে চান বল তার পায়ে লাগার আগে ব্যাটে লেগেছে। কিন্তু রিপ্লেতে মুশফিকের সে দাবির সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। মুশফিক আউট হওয়ার পর টেলএন্ডাররা আর বেশিদূর যেতে পারেননি। ২৩২ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। তখনও দিনের খেলা ২৬ ওভার বাকি। শ্রীলঙ্কার পক্ষে এরাঙ্গা ৪টি, লাকমাল ৩টি, রঙ্গনা হেরাথ ২টি এবং অধিনায়ক ম্যাথিউস ১টি উইকেট লাভ করেন। চা বিরতির কিছুক্ষণ পর নিজেদের প্রথম ইনিংস শুরু করে দিনশেষে বিনা উইকেটে ৬০ রান করেছে শ্রীলঙ্কা। ক্রিজে রয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভা (৩০) ও দিমুথ করুণারত্নে (২৮)। সূত্র-রেডিও তেহরান তাঃ- ২৮ জানুয়ারি২০১৪ #