রংপুর পিএসসি’র আঞ্চলিক কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। এরই মাঝে অধিকাংশ কাজও শেষ হয়েছে বলে সূত্রটি দাবি করছে।
জানা জানা গেছে, ৩৪ তম বিসিএস’র প্রিলিমিনারী পরীক্ষায় রংপুর কেন্দ্রে ১৬ হাজার ৬শ ৪৩ জন শিক্ষার্থী অংশ নেবে। রংপুর নগরীর ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি’র রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জগদিশ চন্দ্র জানান, প্রথবারের মতো রংপুরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই অনেক কাজ, আমরা কাজ করে যাচ্ছি। আগামী দু’একদিনের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হবে ।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ মার্চ রংপুরে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি’র আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী পিপিএম এর উদ্বোধন করেন।