গাইবান্ধা প্রতিনিধিঃদীর্ঘ ৯ বছর আগে বিরোধী দলের নেতা হিসেবে সর্বশেষ গাইবান্ধায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গাইবান্ধায় আসছেন। তার আগমন উপলক্ষে উদ্দীপ্ত হয়ে উঠেছে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের উন্নয়ন বঞ্চিত অবহেলিত মানুষ। ৩য় বারের নির্বাচিত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে অনেক প্রত্যাশা পুরণের ও উন্নয়নের বার্তা ভেবে আশান্বিত হয়ে উঠেছে এ জেলার মানুষ
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক তাকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব, সাংগাঠনিক সম্পাদক এসটিএম রুহুল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, সিনিয়র সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনতেজার রহমান চঞ্চল প্রমূখ।