জিনিউজ ঃ প্রস্রাবে হবে আপনার মোবাইল চার্জ! মিথ্যে নয় সত্যই। এমন পদ্ধতির উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের ব্রিটিশ রোবটিকস ল্যাবরেটরির গবেষকরা ।
ধরুন, হঠাৎ আপনার মুঠোফোনে চার্জ শেষ হয়ে গেলো। অথচ আপনার একটি জরুরি কল করা দরকার কিংবা কাউকে কোনো মেসেজ পাঠানো দরকার। এ সময় আপনি প্রস্রাবের সাহায্য নিতে পারেন।
প্রস্রাবের মাধ্যমে তাৎক্ষণিক আপনার মুঠোফোনটিতে চার্জ দিতে পারবেন। অল্প সময়ের মধ্যে চার্জ হবে মুঠোফোনে। অন্তত একটি কল কিংবা একটি মেসেজ দেয়ার মতো চার্জ দিতে পারবেন অনায়াসে। এমনকি এই পরিমাণ চার্জ ব্যবহার করে ইন্টারনেটের ক্ষণিকের জরুরি কোন কাজও সেরে নিতে পারবেন।
ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট ইংল্যান্ডের ড. আওয়ানিস আইরোপাওলস বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর উদ্ভাবন।’
গবেষকরা জানান, অণুজীবাণু ভিত্তিক জ্বালানি কোষগুলো শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। যেটি এর অরগানিক জিনিসগুলোকে জীবন্ত অণুজীবদেহের রাসায়নিক রূপান্তরের মাধ্যমে সরাসরি বিদ্যুতে রূপ দেয়।
তবে এ মুহূর্তে গবেষকরা একটি পরিপূর্ণ প্রযুক্তি গড়ে তোলার পরিকল্পনা করছেন। যাতে পুরাপুরি চার্জ করা যায়।
আইরোপাওলস জানান, ‘মুঠোফোনে একটি কল দিতে অনেক শক্তির দরকার হয়। কিন্ত আমরা যেখানেই থাকি না কেন প্রস্রাব প্রক্রিয়া ব্যবহার করে দীর্ঘ সময়ের জন্য একটি ব্যাটারি চার্জ করে নিতে পারি।’
যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি সাময়িকীতে সম্প্রতি এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
সুত্রঃঅনলাইন