অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল)ঃঅন্যের বাড়িতে প্রাইভেট পড়িয়ে নিজে পড়াশুনা করে জিপিএ-৫ পেয়েছে দরিদ্র মেধাবী মামুন বেপারী। বরিশালে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের ভ্যানচালক মনির বেপারীর ছোটছেলে মামুন। দৈনিক ৫-৬ ঘন্টা পড়াশুনা করে অন্যের বাড়িতে প্রাইভেট পড়িয়ে বিদ্যালয়ের খরচ যোগাত। পিতার আয়ে সংসার চালাতে কষ্ট হত। প্রাইভেট পড়ানো টাকার কিছু অংশ মামুন তার পিতাকে দিয়ে সংসার চালাতে সহযোগিতা করত। মা সাহেরুন বেগম একজন গৃহিনী। দুই ভাইয়ের মধ্যে মামুন ছোট। উপজেলার বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে দরিদ্র মামুন বেপারী। সে লেখাপড়া করে ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হতে চায়।