প্রীতি জিনতা রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন

pritiবিনোদন ডেস্ক ঃ এক সময় মাতিয়েছেন বলিউড পাড়া, আর এবার মাতাবেন রাজনীতির মাঠ৷ তিনি আর কেউ নন, বলিউডের ‘কিউট গার্ল’ খ্যাত গালে টোলপড়া ভীষণ মিষ্টি হাসির মেয়ে প্রীতি জিনতা৷ ভারতের বর্তমান সামাজিক এবং রাজনৈতিক অবস্থার দুর্দশা দেখেই মূলত বলিউডি অভিনেত্রী এবং ব্যবসায়ী প্রীতি জিনতা রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন৷ তাই প্রীতিভক্তরা আইপিএল এর পর এবার রাজনীতির মাঠেও তার জয়জয়কার দেখার জন্য দিন গুণছেন৷

বেশ কিছুদিন রূপালী পর্দা থেকে দূরে থাকার পর বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার নিজস্ব প্রোডাকশনের প্রথম চলচ্চিত্র ‘ইশক ইন প্যারিস’ চলচ্চিত্রের প্রচারণার কাজে৷ সাংবাদিকদের সাথে একটি সাক্ষাত্‍কারে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেরীতে হলেও, আমি রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ দেশের বর্তমান পরিস্থিতি দেখে আমার খুবই খারাপ লাগে৷ আমি সত্যিই দেশের ইতিবাচক পরিবর্তনে অংশ নিতে চাই৷ যেকোনো দিন দেখবেন আপনাদের কাছে ঘরে ঘরে ভোট চাইতে আসবো আমি৷’

প্রীতি নিজিকে রাজনীতিবিদ হিসাবে কল্পনা করেন একজন গ্ল্যামারাস রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে৷ এ বিষয়ে তিনি বলেন, ‘আমার চুল সুন্দর হবে, পোশাকও পরবো সুন্দর এবং কখনোই দুর্নীতিবাজ হবোনা৷ কিন্তু সবার আগে মনে হয় আমাদের নিজেদের দেশ নিয়ে চিন্তা করাটা খুব জরুরী, কারণ ইদানীং যা ঘটছে তা সত্যিই খুবই দুঃখজনক৷ আর সকল রাজনীতিবিদ খারাপ নয়৷ অনেক ভালো এবং দেশপ্রেমিক রাজনীতিবিদও রয়েছেন৷ তারা সবাই দুর্নীতিগ্রস্থদের আড়ালে হারিয়ে গেছেন৷’

 

(সূত্র : ওয়েবসাইট)

Exit mobile version