অনলাইন ডেস্ক:- ৩৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । ২০ হাজার ৩৯১ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। বুধবার বিকেলে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফল প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশ সংক্রান্ত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটক মোবাইল থেকে ফল পেতে ম্যাসের অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
গত ৬ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি চাকরি পেতে এ পরীক্ষায় দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। এটিই বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। ৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।