ফেনী গার্লস ক্যাডেট কলেজ যৌথ ভাবে তৃতীয় , গার্লস ৫ম ও পাইলট ১১ তম

fffজি নিউজ প্রতিনিধি ঃ এসএসসি’র ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা বোর্ডের মধ্যে যৌথ ভাবে তৃতীয় স্থান হয়েছে। এ বোর্ডে মেধা তালিকায় ফেনীর অপর দুই শিক্ষা প্রতিষ্ঠান সরকারী গার্লস স্কুল ৫ম, সরকারী পাইলট হাই স্কুল ১১ তম হয়েছে। জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ফেনী সরকারী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৫২ জন জিপিএ -৫ পেয়েছে। ফেনী সরকারী গার্লস হাই স্কুল থেকে ২০৮ জনে ১৪৭ জন জিপিএ-৫, ফেনী সরকারী পাইলট হাই স্কুল’র ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২৩ জন জিপিএ-৫ মেধা তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া শাহীন একাডেমি স্কুল থেকে ২৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ জন জিপিএ-৫ পেয়েছে। এসব স্কুলে শতভাগ পাশ করায় ফলাফল ঘোষনার সাথে সাথে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের ও  অভিভাবকদের মিষ্টি মুখ করান হয়। এছাড়া জেলার অন্যান্ন স্কুলের ফলাফল বিগত বছরের চেয়ে ভাল হয়েছে বলেজি নিউজ বিডি ডট নেটকে জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী নোভা তার এ ফলাফলের জন্য মা ও বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ তার স্কুলের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, বিগত দিনের চেয়ে এবার স্কুলের ফলাফল অনেক ভাল হয়েছে। ভবিষতে এ ধারা অব্যহত থাকবে বলে তিনি আশা করছেন। ফেনী গালর্স ক্যাডেট কলেজের অধ্যক্ষ  মো. মোখলেছুর রহমান বলেন, কলেজের শিক্ষার্থী সিমিত হওয়ায় মেধাতালিকায় এবার এক ধাপ পিছিয়েছে।

Exit mobile version