দুপুর পৌনে ১২টা থেকে ফেসবুক পেজ অকার্যকর হয়ে পড়ে। এছাড়া একই সময় থেকে রাজধানীর কিছু কিছু এলাকায় স্যাটেলাইট ক্যাবল বন্ধের অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখানের কিছু এলাকায় ডিস সংযোগ নেই বলে অভিযোগ পাওয়া গেছে।
অনেকে মনে করছেন, দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার রায় চলাকালে নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ডিস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে। কারণ সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হলে নাশকতা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়।
তবে ফেসবুক বিড়ম্বনার ব্যাপারে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে আন্তর্জাতিক গেটওয়ে সমস্যার কথা বলা হয়েছে। তবে বিষয়টিকে নাকোচ করে দিয়েছেনব তথ্য-প্রযুক্তিবিদরা। তাদের মতে, গেটওয়ের সমস্যা হলে সব ধরণের ইন্টারনেট সমস্যায় পড়ার কথা।
সম্পাদনা/শাবানা মন্ডল /১৬.১৪ঘ /২৮ফেব্রুয়ারি