অনলাইন ডেস্ক, জি নিউজঃ- ইতালির মিলানে ক্রিয়েটিভ আর্ট ইউনিভার্সিটি অ্যাকাডেমিয়া ডি ব্রেরাতে ফ্যাশন বিষয়ক গবেষণায় অংশ নেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার তিনি আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ভ্যান হিউসেন’- এর জন্য নারীদের লিমিটেড এডিশনের কিছু পোশাক ডিজাইন করেছেন। ফ্যাশন সচেতন হিসেবে পরিচিত দীপিকা এরই মধ্যে নিজের একটি অনন্য অবস্থান গড়ে তুলেছেন। নিজের করা পোশাকগুলোর ডিজাইন সম্পর্কে তিনি বলেন, “ডিজাইনগুলো এমনভাবে সাজিয়েছি যা আমি পরি বা ভবিষ্যতে পরতে চাই। আমি নিজে যা পছন্দ করি এবং বিশ্বাস করি তা নিয়েই আমার ডিজাইন। আর যে কোনো কাজ করার সময় আমাদের নিজের অস্তিত্বকে মনে রেখেই কাজ করা উচিত বলে মনে করি।” ভ্যান হিউসেনের প্রধান নির্বাহী বিনয় ভুপাঠক বলেন, “চলতি সময়ে নারীরা দীপিকাকে অনুকরণ করতে শুরু করেছেন। তার মার্জিত ও আকর্ষণীয় পোশাক সত্যিই চোখে পড়ার মতো। টাইমস অফ ইন্ডিয়া জানায়, হলিউডের পুরনো গ্ল্যামার এবং ফ্যাশনকে ভিত্তি করেই ডিজাইনগুলো সাজানো হয়েছে। ডিজাইনগুলোতে ভিন্ন ভিন্ন বয়সের নারীদের কথা চিন্তা করা হয়েছে। এরমধ্যে রয়েছে বিভিন্ন রঙের শেড, কিছুটা ফ্যাকাশে গোলাপী, কোবল্ট নীল এবং আরও বেশ কিছু র, সূত্র :অনলাইন