বগুড়ায় নানা আয়োজনে বসন্ত বরণ

জিনিউজ: গতকাল বগুড়ায় বিভিন্ন আয়োজনে বসন্ত বরণ করা হয়। ফাগ রাঙা এই দিনে একই সঙ্গে অনুষ্ঠানগুলোতে আহ্বান ওঠে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের চলমান আন্দোলনে একাত্ম হতে। বসন্ত বরণ উপলক্ষে কলেজ থিয়েটার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ দিনব্যাপি বসন্ত বরণ উৎসবের আয়োজন করে। দিনব্যাপি এই উৎসবে বসন্তকে রাঙ্গাতে বসন্তের সাজে ছাত্র-ছাত্রীরা আসে কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চে। শুরুতেই উদ্বোধনী বাদ্য বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. দীপকেন্দ্র নাথ দাস। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলক পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. দীপকেন্দ্র নাথ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শিরিনা এনাম, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য তৌফিক হাসান ময়না, কলেজ থিয়েটারের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক খৈয়াম কাদের। শুভেচ্ছা বক্তব্য রাখেন আজিজুল হক কলেজ শাখার আহবায়ক সুপিন বর্মণ, শাহসুলতান কলেজ শাখার আমজাদ শোভন। দিনব্যাপি এই উৎসবে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়। পরে সুপিন বর্মনের রচনায় কলেজ থিয়েটারের নাটক ‘লালবৃত্ত’ মঞ্চায়নের মাধ্যমে দিনব্যাপি উৎসবের সমাপনী ঘোষণা করা হয়। ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল….কবি রবি ঠাকুরের এই গানের সঙ্গে ঘুঙুরের ছন্দে ছন্দে বগুড়ায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বসন্ত বরণ করা হয়। গতকাল ফাগুনের প্রথম দিন বিকেলে শহরের পৌর উচ্চ বিদ্যালয়স্থ সংগঠন কার্যালয়ে নাচ ও আবৃত্তির মাধ্যমে বসন্ত বরণ অনষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে যেমন ছিল প্রতিবাদী কবিতা, তেমনি ছিল ভাললাগা ও ভালবাসার কবিতা। কবিতা আবৃত্তি করেন আব্দুল মোবিন জিন্নাহ, তিফিক, নুর, তাছলিম ত্রয়ী, সুমনা ইয়াছমিন, আব্দুল আলিম, মৃত্তিকা মোস্তফা জিম। নৃত্য পরিবেশন করেন মিম, শীতল, প্রিয়াঙ্কা, অনিকা, সায়রী, নেহা, দ্রুতি প্রমুখ। শেষে আবদুস সামাদ পলাশের পরিচালনায় প্রতিবাদী নৃত্যালেখ্য ‘জীবনের মশাল’ পরিবেশিত হয়। এদিকে দি ডেইলি স্টার রিডার্স ক্লাব সরকারি আজিজুল হক কলেজ ইউনিটের উদ্যোগে গতকাল সকালে ক্যাম্পাসের নবনির্মিত শহীদ মিনারের পাদদেশে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের শুরুতেই বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বেলুন, প্লাকার্ড, ঢোল-তবলা, বাঁশি নিয়ে এক র‌্যালি কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কলেজ ইউনিটের কনভেনর মোস্তফা সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক গোলাম মোস্তফা, সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ পাপলু মিয়া, সদস্য সচিব নাজমা, প্রোগ্রাম ডিজাইনার রাজিয়া, চন্দন, ইলমাম, আইনুর, মুন প্রমুখ। গান পরিবেশন করেন ইংরেজি বিভাগের ছাত্রী রোমানা, মুন সাহা, স্মৃতি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর মাসফিকুর রহমান বায়েজীদ। অপরদিকে অগ্রণী তরুণ সংঘের উদ্যোগে শহরের নারুলী রেল লাইন সংলগ্ন মাঠে দিনব্যাপি বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। বাসন্তী শাড়ি ও সাদা পাঞ্জাবি পরে এলাকার নারী-পুরুষদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শিশু কিশোরদের মাঝে উম্মুক্ত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন যাত্রা শিল্পী জাবেদ আলী প্রামানিক, সংগঠনের উপদেষ্টা ডাঃ মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বাপী, হাসানুল আজীম বাবলু, মেহেদী হাসান সোহেল, মাসফিকুর রহমান বায়েজীদ, রিপন, আল আমিন ঝন্টু, আনিসুর রহমান প্রমুখ। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে গতকাল নানা আয়োজনে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন কলেজ ইনচার্জ জিনাত তানজিনা, প্রভাষক কাওছারীন খাতুন, এএসএম সালাহউদ্দিন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে নাচ, গান, কৌতুক ও আবৃত্তির মধ্য দিয়ে বসন্তকে স্বাগত জানায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারি শিক্ষক ও বেতার শিল্পী জেসমিন আরা আক্তার পুতুল।

Exit mobile version