বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি

gnewsbd.nerজি নিউজ ডেস্ক :দাপ্তরিক কাজে প্রথমবারের মতো বঙ্গভবনে গেলেন অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে সংসদ ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কাজ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংসদ ভবনে ফেরেন তিনি। স্পিকারের একান্ত সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি জানান, বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে বুধবার প্রথমবারের মতো বৈঠক করেন অস্থায়ী রাষ্ট্রপতি। এছাড়া বেশকিছু ফাইলেও তিনি স্বাক্ষর করেন বলে জানান জয়নাল আবেদীন। তিনি আরো জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে জুডিশিয়াল কমিশনের রিপোর্ট তুলে দেওয়া হয়। গত ১৪ মার্চ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন আবদুল হামিদ। ২০ মার্চ দেশের ১৯তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর সংবিধানের বিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি। এর পর থেকে তিনি সংসদ ভবনের স্পিকারের কার্যালয় থেকে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর কিছু আনুষ্ঠানিক কাজে বঙ্গভবনে যান আবদুল হামিদ। এদিকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে থাকছেন না বলেও এরই মধ্যে মো. জয়নাল আবেদীন জানান।

 

Exit mobile version