আন্তর্জাতিক ডেস্ক :- যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যেদের পাশাপাশি রোবট ব্যবহার করবে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এ চিন্তা করছে। মার্কিন সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের প্রধান জেনারেল কৌন জানিয়েছেন, “তিনি যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহারের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা পেয়েছেন।” আপাতত ১,০০০ সেনার পরিবর্তে রোবট ব্যবহার করা হবে। এছাড়া, বেশ কিছু চালকবিহীন সাঁজোয়াযানের ব্যবহার অব্যাহত থাকবে বলেও তিনি জানান। চলতি ২০১৪ সালের মধ্যে মার্কিন পদাতিক সেনা পাঁচ লাখ ৪০ হাজার থেকে কমিয়ে চার লাখ ৯০ হাজারে আনা হবে। আর ২০১৯ সালের মধ্যে এ সংখ্যা হবে চার লাখ ২০ হাজার। মার্কিন এ জেনারেল জানান, ৩,০০০ রোবটই ওই পরিমাণ সেনা কমিয়ে আনার জন্য যথেষ্ট হবে। তবে এজন্য সেনাবাহিনীতে প্রকৃতিগত ও প্রযুক্তিগত বড় রকমের পরিবর্তন আনতে হবে। সূত্র- রেডিও তেহরান #