বন্য হাতির তান্ডব অব্যাহত- শেরপুর সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃতু

শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী গজনী অবকাশের উত্তরে ভারতের সীমানা থেকে আধা কিলোমিটার বাংলাদেশের আভ্যন্তরে গতকাল শনিবার গভীর  রাতে হাতির পায়ে পিষ্ট হয়ে ২ সন্তানের জননী মন্দিরা মারাক (২৭) গটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। নিহত মন্দিরা মারাক গজনী আদিবাসী এলাকার মারনাট মারাকের স্ত্রী। গটনাস্থল পরিদর্শন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ৩০/৪০টি বন্য হাতির একটি দল গজনী অবকাশের উত্তরে আদিবাসী ঘর-বাড়ীতে অর্তকিত হামলা চালিয়ে ভাংচুর করতে থাকলে মন্দিরা মারাক তার জীবন রক্ষার্থে নিজ ঘর থেকে দৌড়ে বাহিরে যাওয়ার সময় তার উপর হাতি আক্রমন চালিয়ে গটনাস্থলেই মন্দিরার মৃত্যু নিশ্চিত করে আশে-পাশের আরো ৪/৫টি বাড়ী-ঘর ভাংচুর ও তান্ডব চালিয়ে বন্য হাতির দলটি এলাকা ত্যাগ করে। গটনাস্থল পরিদর্শন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, নকসী বিজিজি ক্যাম্পের কম্পানী কমান্ডার সুবেদার আঃ কুদ্দুছ ও স্থানীয় সাংবাদিকগণ। বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মন্দিরা মারাকের অকাল মৃত্যুতে আদিবাসী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দশৃনার্থী সকলেরই চোখ ভিজে আসছে মন্দিরার ২ ছোট শিশু দেখে।

 

 

মোঃ জাহিদুল ইসলাম মিলন/ঝিনাইগাতী/শেরপুর/ জি নিউজ

Exit mobile version