বাঁ-হাতিরা বেশি মাত্রায় যৌনসুখ উপভোগ করেন

অনলাইন ডেস্কঃ- আপনি কি বাঁহাতি? তাহলে বেশ সুখকর একটি তথ্য দিচ্ছে সর্বসাম্প্রতিক গ্লোবাল সেক্স সার্ভে। তারা জানাচ্ছে, বাঁহাতি মানুষরা ডানহাতিদের চেয়ে ৮৬ শতাংশ বেশি তৃপ্তিকর যৌনতা উপভোগ করতে পারে। দশ হাজার মানুষের ওপর এক জরিপ চালিয়ে এই তথ্য মেলে। এই তথ্য দিয়েছে একটি সুইডিশ লাইফস্টাইল পণ্যের প্রতিষ্ঠান লেলো।এই তথ্যের ওপর ভিত্তি করে বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে তারা একটি সেক্স টয় বানায় বাঁহাতিদের জন্য যার নাম ডেক্সট্রাস। তাদের দাবি, এটি বাঁহাতিদের যৌন অনুভূতি আরো উপভোগ্য করবে। এই টয়টি গতানুগতিক সেক্স খেলনার মতোই। বাঁ হাতে এটি চাপ দিলে কম্পনের মাধ্যমে তা মস্তিষ্কের ডান পাশকে প্রভাবিত করবে।বাঁ হাতের কার্যকলাপ মস্তিষ্কের ডান পাশে ক্রিয়া করে যা আপনাকে আরো বেশি স্মার্ট করে তোলে বলেই দেখা যায় পরীক্ষায়।সূত্র-হিন্দুস্তান টাইমস।

Exit mobile version