বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমস মহিলা কাবাডির ফাইনালে ইরান
জি-নিউজ
ইরানের নারী কাবাডি দল
স্পোর্টস ডেস্ক:- এশিয়ান গেমসের কাবাডির পুরুষ ও মহিলা বিভাগের ফাইনালে উঠেছে ভারত ও ইরান। স্বর্ণপদক পাওয়ার জন্য গতকাল শুক্রবার পরস্পরের মুখোমুখি হচ্ছে এই দুই দল।ভারতের পুরুষ দলটি জিতলে এটা হবে এশিয়াডে তাদের সপ্তম সোনা। ভারতীয় মেয়েদের জন্য কেবল দ্বিতীয়।
এশিয়ান গেমসে ক্রমশ শক্তি হয়ে ওঠা ভারতের পুরুষ কাবাডি দলটি স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৩৬-২৫ পয়েন্টে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত খেলাটিতে দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ইরানের পুরুষ দল সেমিফাইনালে পাকিস্তানকে ২৫-১৪ পয়েন্টে হারিয়ে ভারতের প্রতিপক্ষ হয়।
অপরদিকে ভারতের নারী দল একই যোগ্যতা অর্জন করে থাইল্যান্ডকে ৪১-২৮ পয়েন্টে হারিয়ে। অন্যদিকে ইরানের নারী দল বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ওঠে।খবর:রেডিওতেহরান, এশিয়ান গেমসে মহিলা কাবাডি অন্তর্ভুক্ত হয় ২০১০ সালে চীনের গোয়াংজুতে অনুষ্ঠিত আসরে। পুরুষ কাবাডি প্রচলন হয় ১৯৯০ সালের এশিয়ান গেমস থেকে।