স্পোর্টস ডেস্ক:- দুই ম্যাচেরটি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় পাকিস্তানের কাছে ৩৪ রানে হেরে হোয়াইটওয়াশহয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ভারতের কাছে তিন ম্যাচের সিরিজেহোয়াইটওয়াশ হয়েছিল সালমা খাতুনের দল। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণজানান বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানেরসংগ্রহ করে ৭ উইকেটে ১২০ রান। ৫১ বলে পাঁচ চারে ৫৪ রানের দারুন ইনিংসখেলেছেন ওপেনার সৈয়দা ফাতিমা আবিদী। এছাড়া সানা মির দ্বিতীয় সেরা ২৬ রানকরেন। বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ নিয়েছেন সর্বোচ্চ দুই উইকেট।জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটহারিয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৮৬ রানে। দলটির পক্ষেসর্বোচ্চ ১৯ রান করেন লতা মন্ডল। এপ্রতিবেদনটি রেডিও তেহরান এর,রুমানা আহমেদ ও শায়লা শারমিন সমান ১১ এবংআয়েশা রহমান ও পান্না সমান ১০টি করে রান করেন।আসমাভিয়া ইকবাল খোখার চারটি উইকেট পান। দু‘টি পান কানিতা জলিল। এর আগে গত ৮ মার্চ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরেছিল বাংলাদেশের প্রমিলা ক্রিকেটাররা। অবশ্য গত ৪ ও ৬ মার্চ টানা দুই ম্যাচেপাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব জয় করে বাংলাদেশের নারীক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ ৪৩ রানে জয়ের পর দ্বিতীয় ও শেষ ওয়ানডেতেপাকিস্তানকে ৩ উইকেট হারায় সালমা বাহিনী।