বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খুঁজতে যৌথ কমিশন গঠন করবে লিবিয়া

অনলাইন ডেস্কঃ- বাংলাদেশে নবনিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান বৃহস্পতিবার বলেছেন, তার সরকার বাংলাদেশ এবং লিবিয়ার মধ্যে সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য ঢাকার সঙ্গে একটি যৌথ কমিশন গঠন করতে আগ্রহী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ব্যবসায়ী ও চেম্বার কর্মকর্তাদের মধ্যে আরও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস এবং আইটি খাতে সহযোগিতা বাড়ানো যেতে পারে এবং লিবিয়া বাংলাদেশ থেকে পাট এবং অন্যান্য পণ্য আমদানির বিষয়ে বিবেচনা করতে পারে।খবর বাসস ।উভয় পক্ষই ফরেন অফিস কনসালটেশন এবং চুক্তি স্বাক্ষরের মতো প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে লিবিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।

Exit mobile version