রোববার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে এ কার্যালয় উদ্বোধন করেন।
এ সময় ভারতীয় ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী বলেন, বাংলাদেশে সংস্কৃতিসহ অন্যান্য ক্ষেত্রে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ফতেপুর সাংস্কৃতিক পরিষদের সভাপতি অনুকুল হাজরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ স ম জগলুল হায়দার প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ মার্চ জেলার কালিগঞ্জ উপজেলার ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চস্থ ‘হুজুরে কেবলা’ নাটকে মহানবীকে (স.) কটুক্তি করা হয় এমন কথিত অভিযোগে স্থানীয় দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় উস্কানি মুলক একটি খবর প্রকাশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়। এসময় ফতেপুর সাংস্কৃতিক পরিষদের কার্যালয়, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক বাড়িঘর ভাংচুর করা হয়। দীর্ঘদিন পর ফতেপুর সাংস্কৃতিক পরিষদের কার্যালয় নতুন করে নির্মাণ করা হয়েছে।