জাতীয় প্রেসক্লাবে শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মদিন উপলক্ষে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত এক প্রতিযোগিতা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আজকের শিশুদের নজরুলের কবিতা ও প্রবন্ধগুলো পড়াতে হবে। তাহলেই তারা নজরুলের চিন্তা ও চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারবে। কারণ, আজকের শিশুদের সৃজনশীলতা ও সম্ভাবনা অনেক বেশি।’
মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। এ থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
আয়োজক সংগঠেনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।