বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার স্থান নেই- মেনন

menon17অনলাইন ডেস্কঃ- সংখ্যালঘুদের ওপর  হামলা ও তাঁদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকাতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন । তিনি বলেন প্রশাসনে যারা জনগণের জান-মাল রক্ষায় নিয়োজিত থেকে দায়িত্বে অবহেলা করেছেন, তাঁরাও বিচার থেকে রেহাই পাবেন না। গতকাল শুক্রবার যশোরের মালোপাড়া পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। সংখ্যালঘুদের ওপর  হামলা ও তাদের বাড়িঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার স্থান নেই। সাম্প্রদায়িক  অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশাসহ স্থানীয় নেতারা। তাঃ-১৮ জানুয়ারি ২০১৪ ।

Exit mobile version