বাকৃবি থেকে, আয়াজ বিল্লাহঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অতিরিক্ত সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মত ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের সকল অনুষদের শিক্ষার্থীরা।
জানা যায়, বাকৃবির দ্বিতীয় বর্ষের সকল অনুষদের শিক্ষার্থীরা গত দুই দিনের মত আজও ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়। এরপর তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন তারা আন্দোলন করলেও প্রশাসন তাদের দাবি মেনে নিচ্ছে না। এ অবস্থায় তারা গত তিন দিন যাবত ক্লাস পরীক্ষায় অংশগ্রহন থেকে বিরত রয়েছেন। এ সময় তারা তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদেরকে ক্লাস পরীক্ষায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার জন্য ভিসির প্রতি আহবান জানান। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের দ্বিতীয় বর্ষের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে বলে জানা গেছে। আগামীকাল সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে পুনরায় অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়ে সাড়ে ১২ টার দিকে তাদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ শেষ হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো রফিকুল হক জরুরী কাজে বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। এর আগে তিনি একাডেমিক কাউন্সিলের সভায় এ নিয়ে সিদ্ধান্ত হওয়ায় সেমিস্টার ফি কমানো সম্ভব নয় বলে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন।