বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বেড়েই চলেছে নিবন্ধন বিহীন মোটর সাইকেলের সংখ্যা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত মটর সাইকেলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভাড়ায় চালিত মটর সাইকেল। এসব নিবন্ধন বিহীন মোটর সাইকেলের কারনে বাড়ছে অপরাধমূলক কর্মকান্ড। এছাড়া ছোটবড় দুর্ঘটনার খবর প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে। এসব রুটে গাড়ীর কাগজপত্র পরীক্ষার অভিযান হয় কম। প্রযোজনের তুলনায় নিবন্ধন বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান কম হওয়ায় অধিকাংশ মোটর সাইকেলের মালিকরা নিবন্ধনের তোয়াক্কা করছেনা। ফলে মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বাগেরহাট, ফকিরহাট, মোল্লারহাট , মোড়লগঞ্জ, শরনখোলা, রামপাল, মংলাসহ বিভিন্ন স্থানে অবাধে এসব নিবন্ধন বিহীন ভাড়ায় চালিত মোটর সাইকেল চলাচল করছে। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় ব্যক্তিগত ও ভাড়ায় চলিত মোটর সাইকেলের সংখ্যা প্রায় ৪ হাজারের উধের্ব। এসব মোটর সাইকেলের মালিকরা নির্ধারিত নাম্বার প্লেটে অনটেস্ট, সাময়িক, এ এফ আর (রেজিট্রেশনের জন্য আবেদন) সংবাদপত্র, প্রেস, সাংবাদিক, ডাক, ইত্যাদি লিখে প্রশাসনকে প্রভাবিত করে অবাধে মাদক পাচার, ইভটিজিং, স্কুল কলেজের ছাত্রীদের উত্ত্যক্তসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়াচ্ছে। এদের বেশিরভাগ চালকের মধ্য নূন্যতম ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান নেই, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স নেই। এ বিষয়ের প্রতি প্রশাসনের কড়া নজর না থাকায় সাম্প্রতি অপ্রাপ্ত বয়সকদের কেও বেপরোয়া ভাবে গাড়ী চালাতে দেখা যাচ্ছে। এমনকি ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালকরা ৩/৪জন করে অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালাচ্ছে। ফলে অনভিজ্ঞ চালকের দ্বারা জেলার বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটেই চলছে। এ ব্যাপারে সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
সম্পাদনা/শাবানা মন্ডল /০০.০২ঘ /২২ ফেব্রয়ারি