জি নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩২ তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষ্যেবাহরাইনস্হবাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি,বাংলাদেশ জাতীয়তাবাদীযুব দল,জিয়া পরিষদ ও খালেদা জিয়া তারেকরহমান মুক্তি পরিষদের সমন্বয়েগঠিত“বাহরাইনে আমরা জিয়া পরিবার” এর ব্যানারে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল এর আয়োজনকরা হয়।বাহরাইন বিএনপির সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীরতরফদার এর সভাপতিত্বে ও প্রকৌশলীজিল্লুর রহমান এর পরিচালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্হিত ছিলেনবাহরাইন বিএনপিএর উপদেষ্ঠা আবূল বাশার,বিশেষঅতিথি হিসেবে উপস্হিত ছিলেনযুব দলসভাপতি মোঃ আকবর হোসেন,সাধারনসম্পাদক বিল্লাল হোসেন,বিএনপিএর সাধারন সম্পাদক প্রকৌশলীএনামূল হক সরকার, সহ-সভাপতি সাইফূল রেজা ও সাংঘঠনিক সম্পাদকপ্রকৌশলী এ কে এম নাজিম উদ্দিন৷বাহরাইনের রাজধানী মানামায়স্হানীয় একটি হোটেলেআয়োজিতআলোচনা সভায় বক্তাগণ বলেন-বাংলাদেশেরস্মরণকালের ইতিহাসে আওয়ামীলীগেরবর্তমান শাসনামল সবচেয়ে নিপীড়ন-নির্যাতন,দুর্নীতিআর দুঃশাসনের ,দেশব্যাপী গণহত্যাচালিয়ে আওয়ামীলীগ দেশে বাকশালকায়েম করেছে ৷জিয়া পরিবারেরবিরূদ্বে ঘৃণ্য ষড়যন্তে মেতেউঠেছে ৷ তারেক রহমানের জনপ্রিয়তায়সরকার আতঙ্কিত,তাই তার নামেগ্রেপ্তারী ফরোয়ানা জারী করাহয়েছে ৷বক্তারাসরকারকে সংঘাতেরপথ পরিহার করে নির্দলীয় নিরপেক্ষতত্বাবধায়ক সরকারের মাধ্যমেশান্তি পূর্ণ নিবাচনের আহবানজানান ৷ অনুষ্ঠান শেষে দেশ ,জাতির কল্যান ও সমৃদ্বি কামনাকরে বিশেষ মোনাজাত পরিচালনাকরেন জুপের জামে মসজিত এর খতিবমুফতি মোহাম্মদ ইব্রা ।
মোসাদ্দেক হোসেন সাইফুল/ বাহরাইন/জি নিউজ