অনলাইন ডেস্কঃ- নতুন সম্পর্কের ধারণা ‘ফ্লেক্সি সেক্সুয়ালিজম’ ক্রমে বাড়ছে বলে হেলেন ক্রয়ডনের লেখা নতুন এক বইয়ে তথ্য উঠে এসেছে। এতে যোগ হচ্ছে পুরুষ-নারী সম্পর্কের ক্ষেত্রে নতুন ধারণা ও পরীক্ষা-নিরীক্ষা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ‘স্ক্রু দ্য ফেইরিটেল : এ মডার্ন গাইড টু সেক্স অ্যান্ড লাভ দ্যাট ফ্লেক্সি-সেক্সুয়াল’ বইতে হেলেন লিখেছেন, ‘ফ্লেক্সি সেক্সুয়াল’ সর্বশেষ আকর্ষণীয় শব্দ, যা বিপরীতকামী নারী-পুরুষের মধ্যে সমকামিতার অভিজ্ঞতাকে তুলে ধরে।এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত বইতে তিনি লিখেছেন, ‘ফ্লেক্সি সেক্সুয়ালিজম’-এ নিজেদের সঙ্গীর সঙ্গে সম্পর্কের পাশাপাশি নিজের লিঙ্গের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, যা তাদের সঙ্গীর সম্মতিতেই হয়। পশ্চিমাদের এ নতুন ট্রেন্ড সম্পর্কে ধারণাও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে,সূত্র জানিয়েছে, কমেডিয়ান রোসি উইলবি ফ্লেক্সি সেক্সুয়ালিটিকে তার কমেডি শোয়ের একটি অংশ হিসেবে নিয়েছেন। এছাড়া অলিম্পিক তারকা টম ড্যালে সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি এক পুরুষের সঙ্গে ডেটিং করলেও বাস্তবে নারীদের প্রতিই টান রয়েছে তার।তাঃ-১৩ ফেব্রুয়ারি, ২০১৪