ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সামনের বটতলায় গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগ আয়োজিত শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমির হোসেন আমু বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগও বার বার আন্দোলন করেছে। কিন্তু তারা পেট্রোল বোমা দিয়ে ঘুমন্ত মানুষকে হত্যা করেনি। শিল্পমন্ত্রী আরো বলেন, নির্বাচনের জন্য কোনো আন্দোলনের দরকার নেই। সাংবিধানিকভাবেই নির্বাচন হবে।
ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডীন অধ্যাপক আখতারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী ও লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ উপ-কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি জয়দেব নন্দী, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত প্রমুখ।