শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সেবা নিশ্চিতে রেলের বগি মেরামত কাজ পরিদর্শন ও চট্টগ্রাম-হাটহাজারী রুটে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী আরো বলেন, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে ব্যাপক পদক্ষেপ হতে নিয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেয়ার লক্ষ্যে এরইমধ্যে নতুন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুন কোচ এবং লোকমোটিভ দিয়ে যাত্রীদের বিশেষ সেবা দেয়া। এছাড়াও প্রতিবছরের ন্যায় প্রতিটি ষ্টেশনে কালোবাজারি বন্ধ আর ট্রেনের শিডিউল সঠিক রেখে সার্বক্ষণিক যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তারা কাজ করছে বলেও জানান তিনি।