বিএনপি ক্ষমতায় গেলে নতুন ধারার দুর্নীতি করবে: শেখ হাসিনা

জি নিউজ ঃ ক্ষমতায় গেলে বিএনপি নতুন ধারার সরকার গঠন করবেবিরোধী দলীয় নেত্রী বেগমখালেদা জিয়ার এই বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ”আবারক্ষমতায় গেলে তিনি নতুন ধারার দুর্নীতি শুরু করবেনআগে তারা হাওয়া ভবনতৈরি করে দুর্নীতি করেছে, এবার নতুন ভবন তৈরি করে দুর্নীতি করবেন

তিনি বলেন, ”বিএনপি হত্যা গুম, ধর্ষণের রাজনীতি করেএদের রাজনীতি দুর্নীতি ও লুটপাঠের রাজনীতিতারা দেশের উন্নয়ন চায় না

শুক্রবার বিকেলে রাজধানীর মুগদা হাসপাতাল সংলগ্ন মাঠে সবুজবাগ ও খিলগাঁও থানা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয় করতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন শেখ হাসিনা

তিনিবলেন, ”২০০৮ সালে আপনাদের ভোটে ক্ষমতায় এসেছিলামআওয়ামী লীগ উন্নয়নেবিশ্বাসীআমরা দেশের উন্নয়ন করতে চাইআমরা চাই দেশের মানুষ ভালোথাকুকআপনাদের যে ওয়াদা দিয়েছিলাম আর সে অনুযায়ী কাজ করছিকিছু কাজ অসমাপ্তআছেঅসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে

আগামী নির্বাচনে লুটেরা ও দুর্নীতিবাজেরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্যে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান প্রধানমন্ত্রী

এরআগে প্রধানমন্ত্রী ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতাল উদ্বোধনকরেছেনশুক্রবার বিকাল ৪টায় তিনি এ হাসপাতালের উদ্বোধন করেনরাজধানীরকমলাপুর রেল স্টেশনের পূর্ব পার্শ্বে খিলগাঁও বিশ্বরোড সংলগ্ন এলাকায়হাসপাতালটি অবস্থিত

আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য সাবেরহোসেন চৌধুরীর সভাপিত্বে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদকমাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহানগরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ

Exit mobile version