বিচার হবে ধরে ধরে

ঢাকা প্রতিনিধি, জি নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘১৭০ জন হত্যার জন্য সরকারের বিচার করা হবে। তখন এ সরকারের সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। ধরে ধরে সবার বিচার হবে এক নম্বর থেকে ।’ তিনি বলেন, ‘এই সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের প্রতি জনগণের সমর্থন নেই। সরকারের বিরুদ্ধে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে। গণহত্যার বিচারের জন্য জনতার মঞ্চ তৈরি করবো। জনগণের মঞ্চ তৈরি হলে তখন আপনাদের আর কেউ রক্ষা করতে পারবে না।’ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গত সোমবারের পুলিশি অভিযানের পর ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে আজ বিকেলে কার্যালয়ে এসে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘খুনি সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পুলিশ দিয়ে বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করছে। এ সরকার রক্ত পিপাসু। এদের হাতে জনগণের রক্ত। সরকার লুট করে দেশকে ধ্বংস করে দিয়েছে।’

আগামী ১৮ ও ১৯ মার্চের হরতাল সফল করার আহ্বান জানিয়ে তিনি দেশবাসীকে বলেন, ‘১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তি না দিলে আগামী ১৮ ও ১৯ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। হরতালে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ থাকবে।’

Exit mobile version