অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ৪২তম বিজয় দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানে গতকাল সোমবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে স্বাধীনতা বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য গেজেটভুক্ত হয়েও সম্মাণীভাতা না পাওয়ায় জেলা প্রশাসকের প্রচেষ্টায় গঠিত মুক্তিযোদ্ধাদের কল্যানে সরকারী কর্মচারীদের অনুদান তহবিল থেকে সরদার শাহ আলম মতি (গৈলা) ও মো.আনিচুর রহমান তালুকদারকে (চেঙ্গুটিয়া) বিশেষ সম্মাণনাসহ আর্থিক অনুদান প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত প্রমুখ।