বিদেশীদের মন্তব্য নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: মাহবুব-উল-আলম হানিফ

অনলাইন ডেস্ক:- বিদেশীদের মন্তব্য নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নে’য়া হবে কিনা তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের নামে ‘মিথ্যা বিবৃতি’ এবং বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপের খবর নিয়েও কথা বলেন তিনি। হানিফ বলেন, আমি নিজে কথা বলেছি, অমিত শাহ তো ফোন করেন না। বরং খালেদার অফিস থেকে অমিত শাহর ফোনে দুবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার ফোন নষ্ট থাকায় খালেদা জিয়ার সঙ্গে তার কোনো কথা হয়নি। আর মার্কিন কংগ্রেসম্যানদের নামে তারা মিথ্যা বিবৃতি প্রচার করছেন। এ ধরনের মিথ্যা প্রচারণা দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত দুঃখজনক।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
হানিফ আরো বলেন, বিএনপি ধ্বংসের রাজনীতি শুরু করেছে। তারা অবরোধের নামে সারাদেশে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। জনগণ এদের অবরোধ প্রত্যাখ্যান করায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা বন্ধ না করলে বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে জনগণই তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)কে বিএনপি জোটের দালাল বলে আখ্যায়িত করে, বাংলাদেশে ওই সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনগুলোও ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Exit mobile version