মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ এক যোগে সারা দেশের ন্যয় শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ২ জানুয়ারী বৃহস্পতিবার বিনা মূল্যে পাঠ্য বই বিতরনের শুভ উদ্বোধনের আয়োজন করা হয়। বিনা মূল্যে বই বিতরন উপলক্ষ্যে ঝিনাইগাতী মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থী ও সমবেত অভিবাবকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। এসম অন্যান্যর মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আক্রাম হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আদর্শ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী আবু তাহের, অভিবাবক সদস্য শামীম আহম্মেদ । প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন। এছাড়া একই দিনে এ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বই বিতরন করা হয়েছে। নতুন বই হাতে পাওয়ায় শিক্ষাথীরা ব্যাপক আনন্দিত ।
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষা বছরের জন্য বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে “বই বিতরণ উৎসব” পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থিদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎবের আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার। পরে উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গঁল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে একইবাবে বই উৎসব পালন করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাকিবুর রহমান, ইন্সট্র্রাক্টর বিপুল কুমার বাড়ৈ, বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, এসএম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, সদর মডেল প্রা. বি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, এসএমসি সভাপতি আ. রইচ সেরনিয়াবাতসহ অন্যান্য সদস্যবৃন্দ।
গাইবান্ধা প্রতিনিধিঃ প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, এবতেদায়ি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে বই বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কেএম বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বই বিতরণের উদ্ধোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম রোহেল।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার সাজিদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব ও কেএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার) শাহিনুর মিয়াসহ বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।