বিভাগীয় সদরে মহিলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে- শিক্ষামন্ত্রী

জি নিউজ বিডি ডট নেট ঃ- বাংলাদেশের দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।তিনি গতকাল সংসদে সরকারি দলের ফরিদুল হক খানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, দেশের প্রতিটি বিভাগীয় সদরে একটি করে মহিলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে। তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের প্রকল্প গত ১৯ জানুয়ারি একনেক সভায় অনুমোদিত হয়েছে। শিগগিরই এ প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সব স্তরে আইসিটি প্রবর্তনের লক্ষ্যে ‘আইসিটি ইন এডুকেশন মাস্টার প্লান’ প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া দেশের ২০ হাজার ৫০০’ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির লক্ষ্যে একটি ল্যাপটপ, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, একটি ইন্টারনেট মডেম ও স্পিকার প্রদান করা হয়েছে। নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষকদের মাধ্যমে ডিজিটাল কন্ট্যান্ট তৈরির লক্ষ্যে এ পর্যন্ত ১৯ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি বলেন, শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণের লক্ষ্যে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ‘এমওইউ (ভার্সন-২)’ স্বাক্ষর করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শিক্ষকদের কম্পিউটার বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আওতায় প্রায় ১৩ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে।সরকারি দলের মো. ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আইটি ও কারিগরি শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছে। তিনি বলেন, এর অংশ হিসেবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবশ্যকীয় এবং নবম ও দশম শ্রেণীর জন্য এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে কম্পিউটার বিষয়টি আবশ্যকীয় করা হয়েছে। তাঃ-১৭ ফেব্রুয়ারি২০১৪।

 

Exit mobile version