অনলাইন ডেস্ক:- ১. মানসম্মত ক্যারিয়ার– বিমান যাত্রায় স্বাচ্ছন্দের জন্য আপনাকে বেছে নিতে হবে নিজের পছন্দমতো বিমান সংস্থা। এজন্য আপনার আর্থিক বরাদ্দ অনুযায়ী বেছে নিন বিমান সংস্থা। এক্ষেত্রে ইউরোপ–আমেরিকারব্যয়বহুল বিমান সংস্থার তুলনায় কম দামে মানসম্মত সেবা প্রদানকারী বিমান সংস্থাগুলো অনেকেরই প্রিয়।
২. এয়ারলাইন্সের অ্যাপ
অনেক এয়ারলাইন্সেরই স্মার্টফোন অ্যাপ রয়েছে। ভ্রমণের আগেই এগুলো ডাউনলোড করে নিন। এতে ভ্রমণের বিষয়ে নানা তথ্য সহজেই পেয়ে যাবেন।
৩. প্যাকিং রুটিন বানান
ভ্রমণে আপনার যা যা ব্যাগে ভরতে হবে, সেগুলোর একটি তালিকা এবং প্যাক করার সময় লিপিবদ্ধ করুন। এতে কোনো জিনিস ফেলে যাওয়ার সম্ভাবনা যেমন কমবে তেমন সময়ও নষ্ট হবে না।
৪. ভালো ব্যাগ
আপনি যদি নিয়মিত বিমানে ভ্রমণ করেন তাহলে ভালো ব্যাগ রাখা খুবই প্রয়োজনীয়। বিমানে ওজন বহনের সীমাবদ্ধতা আছে। তাই ভারি ব্যাগ–সুটকেস নিলে আপনার প্রয়োজনীয় জিনিস নেওয়া কমে যেতে পারে। এক্ষেত্রে তাই হালকা, মজবুত ও অনেক জিনিস ধরে এমন ব্যাগ হবে আদর্শ।
৫. পছন্দের আসন
বিমানে টিকিট কাটার সময় যদি পছন্দের আসন না পান তাহলে তা বেছে নেওয়ার জন্য অনলাইনে সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে নির্দিষ্ট সময়ে এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে আপনার জানালার ধারে কিংবা যেখানে আসন পছন্দ সেখানেই নিতে পারবেন।
৬. শেষ মুহূর্ত এড়িয়ে চলুন
অনেকেই বিমান ছাড়ার আগে বিমানবন্দরে গিয়ে সব কাজ করেন। এতে এয়ারপোর্ট পৌঁছানো, নিরাপত্তা চেক ও অন্য কাজগুলো সারতে দৌড়াদৌড়ি শুরু হয়। একটু আগে বিমানবন্দরে পৌঁছালে এ ঝামেলা থেকে মুক্ত থাকা সম্ভব।
৭. নয়েস ক্যান্সেলিং হেডফোন
বিমানে আশপাশের বাচ্চাদের কলকাকলি, কথাবার্তা ইত্যাদি উপেক্ষা করে নিজের মতো করে থাকতে চাইলে নয়েস ক্যান্সেলিং হেডফোন নিয়ে নিন ব্যাগে। এটি আশপাশের শব্দ সহজে আপনার কানে পৌঁছাতে দেবে না।
৮. ভ্রমণের আগে শারীরিক অনুশীলন
ক্লান্ত দেহ সহজেই এলিয়ে দেওয়া যায়। ভ্রমণের সময়টি যদি আরাম করে গা এলিয়ে আরাম করে কাটাতে চান তাহলে ভ্রমণে যাওয়ার আগে শারীরিক অনুশীলন করে নিন।
৯. ভালো একটি বই নিন
ভ্রমণের সময়টি উপভোগ্য করতে বই পড়ার তুলনা হয় না। এছাড়া স্মার্টফোন বা ট্যাবে নিয়ে নিতে পারেন সুন্দর কয়েকটি সিনেমা।
১০. ঘুমের ওষুধ নয়
ঘুমের ওষুধ খেয়ে বিমানে উঠলে তা নানা জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন মাত্রাতিরিক্ত ঘুমাতে গিয়ে অন্য যাত্রীদের অসুবিধায় ফেলা কিংবা ঘুমের রেশ কাটার আগেই গন্তব্যে পৌঁছে ইমিগ্রেশন–কাস্টমসে বিব্রত হওয়া।
১১. খাওয়ার সময়
বিমানে কতোক্ষণ পরে খাবার দেওয়া হবে সেটি জেনে নিন। এতে আপনার সময় কাটানোর পরিকল্পনা করতে সুবিধা হবে।
১২. ভদ্রতায় সমস্যার সমাধান
বিমানের যে কোনো সমস্যায় বিমানকর্মীদের কাছ থেকে সহায়তা নিন। তবে তাদের সময় অযথা নষ্ট করবেন না, কারণ আপনার মতো অসংখ্য মানুষকে সামলাতে হয় কর্মীদের। এক্ষেত্রে ভদ্রতা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়।
—বিজনেস ইনসাইডার অবলম্বনে ওমর শরীফ পল্লব,খবরঃওয়েবসাইট