বিরোধীদলের আর কোন ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাস্ত করবে না : প্রধানমন্ত্রী

ঢাকা,:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়ে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন যে, আমরা সংঘাতে বিশ্বাস করি না এবং আমরা কোন সংঘাত চাই না। তবে, জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। বিরোধী দল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর হামলা চালাবে আর আমাদের দলের লোকদের হত্যা করবে এবং আমরা ঘরে বসে তা দেখবো; আমরা সেরকম দুর্বল নই। যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য তাদের আর কোন ধ্বংসাত্মক কর্মকাণ্ড সরকার বরদাস্ত করবে না।  তিনি বলেন,  ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিরোধী দলগুলোর হত্যা,  নৈরাজ্য ও অন্যান্য ধ্বংসাত্মক কর্মকাণ্ডের শিকার জনগণ যদি অনুরূপভাবে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয় তাহলে বিরোধীদল কোথায় যাবে।’ ১৯৭১ সালের মতো ঐক্য গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। তিনি বলেন, ‘আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্য গড়ে তোলার মাধ্যমে ১৯৭১ সাল দেশ স্বাধীন করেছিলেন। এখন আবার মোকাবেলা করার সময় এসেছে যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে।’বাংলাদেশ আওয়ামী লীগ গতকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে। সংসদের উপনেতা এবং দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এতে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও মোহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি এতে বক্তব্য রাখেন।

Exit mobile version