বিশ্বকাপ থেকে অর্জিত পারিশ্রমিক গাজাবাসীকে দেবে আলজেরিয়া

স্পোর্টস ডেস্কঃ- দ্বিতীয় রাউন্ডে খেলে দর্শকদের মন জয় করা আলজেরিয়ার খেলোয়াড়েরা বিশ্বকাপ থেকে অর্জিত পারিশ্রমিক গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের সাহায্যার্থে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন। আফ্রিকান অঞ্চলের অন্য দুটি দেশ ঘানা ও ক্যামেরুনের খেলোয়াড়েরা যখন নিজ নিজ দেশের বোর্ডের সঙ্গে বেতন-বোনাসের দাবিতে প্রায় ‍যুদ্ধোন্মুখ তখন ফিলিস্তিনিদের জন্য আলজেরিয় খেলোয়াড়দের অনুদানের ঘোষণা উদাহরণ তৈরি করেছে। আলজেরিয়াসহ শেষ ষোলো নিশ্চিত করা প্রতিটি দলকে বিশ্বকাপের আয়োজক সংগঠন ফিফা ৯ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি দেবে। আলজেরিয়ার তারকা স্ট্রাইকার স্লিমানি ইসলাম দলের পক্ষ থেকে জানিয়েছেন, ফিফার পক্ষ থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনিদের সাহায্যার্থে ব্যয় করা হবে।  বিশ্বকাপে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস তৈরি করেছে আলজেরিয়ান ফুটবলাররা। শেষ ষোলোর খেলায় জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে বেদনাদায়ক পরাজয়ের পর দেশটির জনগণ তাদের খেলোয়াড়দের বীরের মর্যাদায় গ্রহণ করেছে। নকআউট পর্বের খেলায় গতিশীল জার্মানিকে ৯০ মিনিট আটকে রেখেও ম্যাচটা জেতা হয়নি আফ্রিকান প্রতিনিধিদের। তবে তাদের খেলা কিন্তু ঠিকই জিতে নিয়েছে ফুটবল-বিশ্বের মন। জার্মানির খেলা দেখতে বসে শেষমেশ আলজেরিয়ার খেলায় মুগ্ধ হতে হয়েছে সবাইকে। আফ্রিকার চার দলের মধ্যে মাঠে আচরণের দিক থেকে তারাই হয়েছেন প্রশংসিত। কোচ ভাহিদ হালিলহোজিচের কৌশল আর মাঠে খেলোয়াড়দের উদ্যমী ফুটবল নজর কেড়েছে অনেকেরই।সূত্রঃ রেডিও তেহরান, মাঠের আচরণ আর ফিলিস্তিনিদের প্রতি এই সহানুভূতি মিলে আলজেরীয় ফুটবল দলটি এক অনন্য ইমেজ গড়ে তুলল।

Exit mobile version