অনলাইন ডেস্ক:- সময় মত বিয়ে না দেয়ায় অভিভাবকদের বিরুদ্ধে আদালতে নালিশ করছেন সৌদি নারীরা। অভিভাবকদের কাছ থেকে ‘আদল’ তথা সুবিচার না পেয়ে এ পর্যন্ত দেশটির কয়েকটি আদালতে ৩৮৩টি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দেশটির বিচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সৌদি নারীদের অভিযোগ; অভিভাবকরা বিয়ের ক্ষেত্রে তাদের ওপর সুবিচার করছেন না। তারা জোর পূর্বক প্রাপ্ত বয়স্ক নারীদের অবিবাহিত রাখছে।এর মধ্যে রিয়াদে সর্বোচ্চ মামলা নথিভুক্ত হয়েছে; ৯৫ টি, এছাড়া জেদ্দায় ৮১ টি, মক্কায় ৬৫ টি, দাম্মামে ৩১ টি এবং মদীনায় ২০ টি মামলা নথিভুক্ত হয়েছে।এদিকে এরকম মামলাকে স্বাগত জানিয়েছে সৌদি আদালত।এছাড়া দেশটির মানবাধিকার সংক্রান্ত জাতীয় কমিটি মানব পাচারের ক্ষেত্রেও এ রকম অভিযোগ এনেছে।অভিযুক্তদের সর্বোচ্চ ১৫ বছরে পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা এক মিলিয়ন রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া সামাজিকভাবেও এদের বিরুদ্ধে জরিমানা করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।খালিদ আল মুতারিরি নামের এক আইনজীবী জানান, ইসলামি আইন অনুযায়ী যে কোন মেয়েরই এ মামলা করার অধিকার আছে।এই আইনজীবী এজন্য বিভিন্ন কারণকে দায়ী করেছেন; মেয়েদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে অভিভাবকদের একক স্বেচ্ছাচারিতা, আর্থিক কারণ অথবা তালাক নিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রথাও এর অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি। সূত্র : আরব নিউজ