বুলগেরিয়া: বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:- বুলগেরিয়ায় বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার বলেছে, কারাখানাটিতে ১৫ জন কাজ করতো। তাদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
কারখানাটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় ‘গুরনি লুম’ গ্রামের কাছে অবস্থিত। সেখানে মেয়াদত্তীর্ণ বিস্ফোরক নিষ্ক্রিয় করারও কাজও করা হতো। বিস্ফোরণের সময় গ্রিসের ল্যান্ড মাইন নিস্ক্রিয় করার কাজ চলছিল বলে জানা গেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব সেভেটলোজার লাজারোভ বলেছেন, বিস্ফোরণস্থলে কেউ বেঁচে আছে কি না, তা নিশ্চিত হতে থারমাল ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

এ পর্যন্ত সেখান থেকে একটি প্রাণীকে উদ্ধার করা হয়েছে। কারখানাটি বিস্ফোরণের ফলে ছাইয়ে পরিণত হয়েছে বলে তিনি জানান।খবর:রেডিও তেহরান, বুলগেরিয়ায় ব্যক্তি মালিকানাধীন কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

Exit mobile version