অনলাইন ডেস্ক :-বিয়ে করে সুখী সংসার পেতে কে না চায়! আর তাই একটু সুখী হওয়ার জন্য কত কী আয়োজন। অনেকে মনে করেন, বিয়ের উৎসবটা বৃষ্টিমুখর দিনে হলে সৌভাগ্য দেবতা ভর করে নবদম্পতির ওপর। মূলত ভারতের হিন্দু ধর্মাবলম্বী লোকেরা বিয়ের দিন বৃষ্টিকে সৌভাগ্য বলে মনে করে। বিয়ের দিন বৃষ্টি হলে দীর্ঘ দাম্পত্য জীবন সুখের হয় বলে তাদের বিশ্বাস। এছাড়া ঝড়-বাদলের ঝঞ্ঝার মধ্যে সুন্দরভাবে বিয়ের কাজ সম্পন্ন হলে তারা ধরে নেয়, বিয়ের উৎসবটির মতো বর-কনের বিবাহিত জীবন স্থায়ী ও সুদৃঢ় হবে। বৃষ্টির জলে সব অতীত ধুয়ে-মুছে নবদম্পতির জীবনে নতুন দিনের সূচনা হয় বলে এ অঞ্চলের মানুষ অধীর আগ্রহে বিয়ের উৎসবে বৃষ্টি প্রার্থনা করে। তাঃ-০৮ জানুয়ারি, ২০১৪ সূত্র : ইন্টারনেট।