বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে মারধর করে পুলিশ

gnewsবিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পুলিশকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে মারধর করেছে পুলিশ।

দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ক্যাম্পাস সূত্র জানায়,  চার শিক্ষক ও দুই কর্মকর্তাকে সাময়িক বহিস্কার করার প্রতিবাদে দুপুর ১২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি কার্যালয় ঘেরাও করে ভাংচুরের চেষ্টা চালায়।পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ বিশ্ববিদ্যালয়ে মূল গেট দিয়ে প্রবেশ করতে চাইলে শিক্ষকরা তাদের নিষেধ করেন। নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন বলে তারা দাবি করেন। এ সময় পুলিশ তাদের নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষকরা বাধা দেয়।

এতে পুলিশ ক্ষুব্ধ হয়ে চার শিক্ষক কর্মচারীকে মারধর করে। এরা হলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক, সহকারী সেকশন অফিসার শামসুল হক ও সহকারী রেজিস্ট্রার শাহিনুর রহমান।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে। ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Exit mobile version