মানব বন্ধন সমাবেশে সাধারণ সম্পাদক উৎপল কুমার মহন্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহসান হাবিব।তিনি বলেন এই বছরে ছয় হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৪ মাস তথাকথিত হরতাল- অবরোধ নামে বাস বন্ধ রেখে প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১২ লক্ষাধিক টাকা জমা নিবে। অথচ প্রশাসন বাস বন্ধ রাখলেও শিক্ষার্থীদের ফি না নেওয়ার ব্যবস্থা নেননি । অপরদিকে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীরা বাধ্য হয়ে বাড়তি পরিবহন ফি বহন করায় অর্থনৈতিক সংকটে পড়েছে ।তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে বন্ধরত্ব ৪ মাসের শিক্ষার্থীদের পরিবহন ফি ফেরতসহ বন্ধ বাস স্বাভাবিকভাবে দ্রুত চলাচলের দাবি জানায় ।
ক্যাম্পাসের শিক্ষাসংশ্লিষ্ট ধারাবাহিক আন্দোলনে নানান সময়ে প্রশাসনের উদাসীনতা ও বিরুপ আচারণকে নিন্দা জানিয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক যুগেশ ত্রিপুরা বলেন ,বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে পর্যাপ্ত নতুন বাস ক্রয় করে রুটের সংখ্যা বাড়াতে হবে । এছাড়া ছাত্র ফ্রন্টের নেতৃত্ববৃন্দ বলেন ,অবিলম্ব দুর্ঘটনা থেকে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সুবিধার্থে পার্কে মোড় এলাকায় অন্তত ২ টি ওভার ব্রিজ স্থাপন করা জোর দাবি জানান । মানববন্ধন সমাবেশে আরো সংহতি জানায় ছাত্র ইউনিয়ন , উদীচী , বিভিন্ন বিভাগের সাধারন শিক্ষার্থীরা।