বেরোবিতে বন্ধ বাস চালু ও পরিবহন সংকট নিরসনে মানববন্ধন

1111111রুহুল আমিনঃহরতাল অবরোধের অজুহাত দেখিয়ে মাসের পর মাস বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ রাখায় পরিবহন সংকট নিরসন সড়ক দূর্ঘটনা এড়াতে পার্কে মোড় এলাকায় ওভার ব্রিজ স্থাপনসহ বিভিন্ন শিক্ষাসংশ্লিষ্ট দাবি নিয়ে আজ সাড়ে ১২ টায় ক্যাম্পাসে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ।
মানব বন্ধন সমাবেশে সাধারণ সম্পাদক উৎপল কুমার মহন্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহসান হাবিব।তিনি বলেন এই বছরে ছয় হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৪ মাস তথাকথিত হরতাল- অবরোধ নামে বাস বন্ধ রেখে প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১২ লক্ষাধিক টাকা জমা নিবে। অথচ প্রশাসন বাস বন্ধ রাখলেও শিক্ষার্থীদের ফি না নেওয়ার ব্যবস্থা নেননি । অপরদিকে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীরা বাধ্য হয়ে বাড়তি পরিবহন ফি বহন করায় অর্থনৈতিক সংকটে পড়েছে ।তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে বন্ধরত্ব ৪ মাসের শিক্ষার্থীদের পরিবহন ফি ফেরতসহ বন্ধ বাস স্বাভাবিকভাবে দ্রুত চলাচলের দাবি জানায় ।
ক্যাম্পাসের শিক্ষাসংশ্লিষ্ট ধারাবাহিক আন্দোলনে নানান সময়ে প্রশাসনের উদাসীনতা ও বিরুপ আচারণকে নিন্দা জানিয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক যুগেশ ত্রিপুরা বলেন ,বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে পর্যাপ্ত নতুন বাস ক্রয় করে রুটের সংখ্যা বাড়াতে হবে । এছাড়া ছাত্র ফ্রন্টের নেতৃত্ববৃন্দ বলেন ,অবিলম্ব দুর্ঘটনা থেকে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সুবিধার্থে পার্কে মোড় এলাকায় অন্তত ২ টি ওভার ব্রিজ স্থাপন করা জোর দাবি জানান । মানববন্ধন সমাবেশে আরো সংহতি জানায় ছাত্র ইউনিয়ন , উদীচী , বিভিন্ন বিভাগের সাধারন শিক্ষার্থীরা।

Exit mobile version