বেরোবিতে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা ২০১৫

ডেস্ক রিপোটঃ যুক্তিবাদী তারুণ্য শ্লোগানকে প্রতিপাদ্য করে ব্রুডা- বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন ফ্রের্শাস ডিবেট চ্যাম্পিয়নশিপ এন্ড কুইজ কম্পিটিশন-২০১৫ এর আয়োজন করে । আয়োজনটি ১১ই সেপ্টেম্বের ২০১৫ তারিখে বিকাল ৩টায় শুরু হয়। আয়োজনের উদ্ধোধন ঘোষণা করেন মাননীয় উপাচার্য ড.এ.কে. এম নুরুন্নবী।

বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৬ টি টিম অংশগ্রহণ করে। প্রথম দিন বিতর্কের প্রথম ও দ্বিতীয় রাউন্ড অনুষ্টিত হয়। শেষের দিন বিতর্কের সেমিফ্ইানাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্বে প্রতিযোগিতা করে ব্রæডা-পদ্মরাগ ও ব্রুডা-মতিচূর দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে ব্রæডা-পদ্মরাগ দল।
শিরোপা জয়ী দলের বিতার্কিকরা হলেন- সালমান বিন হাফিজ, সুমাইয়া সীমা ও রুমি আক্তার। রানার্স আপ হয় ব্রæডা-মতিচূর দল। রানার্স আপ দলের বিতার্কিকরা হলেন- তাজকিয়া তামান্না, রুমানা আক্তার ও আজিজুল হক। উক্ত প্রতিযোগিতায় বারোয়ারি বিতর্কের বিষয় ছিল ”মাথার ভেতরে এক বোধ কাজ করে…। বারোয়ারি বিতর্কে অংশগ্রহণ করে প্রতি পর্বের শ্রেষ্ঠ বিতার্কিকগণ। এই বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিকে বেস্ট স্পিকার অব দ্যা টুর্নামেন্ট ঘোষণা করা হয়। বেস্ট স্পিকার অব দ্যা টুর্নামেন্ট হওয়ার মর্যাদা অর্জন করে তাজকিয়া তামান্না। কুইজ প্রতিযোগিতায় প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে বাবুল চন্দ্র রায়, মেহেদী হাসান ও ফজলে রাব্বী । অনুষ্ঠানটি পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয়।


পুরস্কার প্রদান করেন মাননীয় উপাচার্য। তিনি বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসেসিয়োশনকে বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত করার ইচ্ছা পোষণ করেন। সংগঠকরাও ধারবাহিক আয়োজনের মধ্য দিয়ে বিতর্ক চর্চাকে বেগবান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Exit mobile version