‘বৈদ্যুতিক তার থেকে অগ্ন্যুতপাতের সৃষ্টি’

mail.google.comমোঃ মহিব্বুল্লাহ ঃ গতকাল ৪ এপ্রিল রাজধানীর কচুক্ষেতের উত্তর কাফরুল এলাকায় বৈদ্যুতিক তারে আগুন লেগে যায় । কাফরুলের চেয়ারম্যানবাড়ী সংলগ্ন উচ্চ ভোল্ট সম্পন্ন বৈদ্যুতিক তার থেকে এই অ্গ্ন্যুতপাতের সৃষ্টি হয় ।
গতকাল সন্ধ্যা থেকেই যে ঘূর্ণিঝড় শুরু হয় তাতে প্রবল বাতাসের বেগে পাশেই নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টের নির্মাণ কাজে ব্যবহৃত বিরাট একটি জাল উড়ে এসে ঐ বৈদ্যুতিক তারের উপর পড়ে । ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি বর্ষণ হওয়ায় জালটি সম্পূর্ণ ভিজে যায় এবং পানির মধ্য দিয়ে বিদ্যুত পরিবহনের মাধ্যমে শর্ট সার্কিটের সৃষ্টি হয় । যার ফলে তারের মধ্যে আগুন ধরে যায় । আগুন দেখে স্থানীয় এক দোকনি তার নিকট থাকা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) টেলিফোন নাম্বারে ফোন করেন । বেশ কয়েকবার চেষ্টা করার পর একজনকে ফোনে যুক্ত করা সম্ভব হলেও তিনি কোন কথা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন । পরে পুণরায় চেষ্টা করলেও কোন সংযোগ পাওয়া যায় নি বলে জানান ঐ দোকানি । এতে স্থানীয় বাসিন্দাসহ আশে-পাশের দোকানিরা খুবই হতাশ হয়ে পড়েন । পরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাশের বাড়ির একটি ফ্ল্যাট থেকে ক্রমাগত পানি নিক্ষেপ করলে রাত সাড়ে ৮ টায় প্রায় ২৫ মিনিট স্থায়িত্বের পর আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে । কিন্তু কিছুক্ষণ পর পরই আগুনের স্ফুলিংগ ঘটতে দেখা যাচ্ছিল । ডেসকো’র এই গাছাড়া দেওয়া এবং জরুরী মুহূর্তেও কোন সাড়া না পাওয়াতে ক্ষুব্ধ হন এলাকাবাসী । পরে এলাকার একজন প্রভাবশালী স্থানীয় বাড়ীওয়ালা ভিন্ন একটি নাম্বারে আবারো যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তাতে সক্ষম হন । তারপর প্রায় রাত ১০ টার দিকে ডেসকো’র কর্মীরা এসে পরিস্থিতি স্বাভাবিকে আনেন । এরকম বিপদজনক অবস্থার সামাল দিতে করণীয় কি এমন প্রশ্নের উত্তরে সাইদুর রহমান নামে এক বাসিন্দা জিনিউজকে বলেন, যেকোন বিপদজনক বা জরুরী মুহূর্তে দ্রুত সাড়া প্রদানের জন্য বিদ্যুত সাপ্লাই কেন্দ্রসহ আইন-শৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের দায়িত্বরতদের আরও সজাগ ও সোচ্চার হতে হবে । এ সমস্ত গুরুত্বপূর্ণ ও মহৎ কাজের দায়িত্বভার যাদের উপর ন্যস্ত রয়েছে তারা এ বিষয়টিকে আমলে নিবেন এমনটাই প্রত্যাশা সকলের । তবে উল্লেখ্য যে, আগুনের বেশি ব্যপ্তি না ঘটায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ।

Exit mobile version