হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী মহিলা কলেজ বন্ধ করে বৈশাখী মেলার নামে প্রকাশ্যে চালাচ্ছে অশস্নীল নৃত্য ও জোয়ার আসর। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জেনেও না জানার ভান করছে বলে এলাকাবাসী জানিয়েছে।
গত বুধবার রাত্রে কাঠালডাঙ্গী মহিলা কলেজে গিয়ে দেখা গেছে, পুতুল নাচের নাম করে নৃত্য শিপস্নীদের দিয়ে বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যমত্ম অশস্নীল নৃত্য চালাচ্ছে। এ অশস্নীল নৃত্য দেখে এলাকার যুবক-যুবতীরা অনৈতিক কাজে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে অভিভাবকমহল তাদের ছেলে মেয়েদের নিয়ে উৎকন্ঠায় রয়েছে। রাতভর জুয়ার আসর চলার কারণে এলাকায় ছোট-খাটো চুরি ছিনতাই রাড়ছে। অপরদিকে কলেজ বন্ধ থাকার ফলে ছাত্রীদের লেখা-পড়ায় চরম বিঘ্ন ঘটছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ ছাত্রী জানান, অকারণে দীর্ঘ সময় ধরে কলেজ বন্ধ থাকার ফলে আমাদের পাঠদান পিছিয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রী বলেন, বর্তমানে আমাদের এইচএসসি পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের প্রিন্সিপাল সাহেব কিভাবে কলেজ বন্ধ রেখে এধরণের অশস্নীল নৃত্য কেন যে চালাচ্ছে তা আমার বোধকাম্য নয়। তাই অতি সত্ত্বর যেন এ অশস্নীল নৃত্য ও জুয়ার আসর বন্ধ করে যুব সমাজকে ধ্বংশের হাত থেকে রক্ষা করতে এবং আমাদের লেখা-পড়ার পথ সুগম করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
জি নিউজ/ হরিপুর