ব্যাংককে বিক্ষোভকারীদের ওপর বোমা হামলা- আহত অন্তত ২৮

আন্তর্জাতিক rt01 17ডেস্ক:-  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ভেতর বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত আহত হয়েছে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের পতনের দাবিতে রাজধানী অবরোধের কর্মসূচি পালনের সময় শুক্রবার এ বোমা বিস্ফোরিত হয়। ব্যাংককের জরুরি উদ্ধার তত্‌পরতা কেন্দ্রের একজন কর্মকর্তা বলেছেন, অন্তত ২৮ জন আহত হয়েছে। তবে আহতদের অবস্থা কতটা গুরুতর তাত্‌ক্ষণিকভাবে তা তিনি জানাতে পারেননি। হামলায় কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, আহত কয়েক ব্যক্তি রাস্তায় পড়ে আছেন এবং তাদেরকে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ছুটে আসছে। এ সময় বিক্ষোভকারীরা হামলাকারীদের সন্ধানে নিকটস্থ ভবনগুলোতে তল্লাশি চালাচ্ছিলেন। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ১টার কিছুক্ষণ পর বোমাটি বিস্ফোরিত হয়। সূত্র -রেডিও তেহরান #

 

Exit mobile version